পি,সি, মন্ডল পাইকগাছাঃঃ পাইকগাছায় অসহায় দরিদ্র মানুষের মাঝে পানির টাংকি বিতরণ করা হয়েছে।"বৃষ্টি পানি সংরক্ষণ করি, নিরাপদ পানি পান করি"-পানিই জীবন প্রকল্পে ডরপ এর উদ্যোগে বুধবার দুপুরে গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ২৫ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ১ হাজার লিটারের ২৫টি পানির ট্যাংকি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, শেখ খোরশেদুজ্জামান হাসান , আবু হাসান, আনোয়ার এলাহী , আঃ আজিজ গাজী, মশিউর রহমান মিলন, আনিসুর রহমান,শেখ হারুন রশীদ হিরু, জাহানারা বেগম , নাজমা খাতুন, খুকুমণি , মোঃ মোবারেক গাজী, শেখ আইয়ুব আলী , ডরপ এর কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 coment rios: