পি,সি,মন্ডলঃঃ গতকাল ছিল পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিকী নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করার শেষ দিন। মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র ক্রয় করাকে কেন্দ্র করে আড়ৎদারী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ছিল উৎসবের আমেজ।
সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিভিন্ন পদের বিপরীতে স্ব-স্ব প্রার্থীগণ তাদের সমর্থকদের নিয়ে সমিতির কার্যালয়ে এসে নির্মল আনন্দে মনোনয়নপত্র ক্রয় করতে দেখা যায়। হৈ হৈ রৈ রৈ, মিষ্টি খাওয়ার ধূম ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ বেনজীর আহমেদ জানান, ৯ পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন। সভাপতি পদে ৩ জন প্রার্থী যথাক্রমে মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল জব্বার ও মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি পদে মোঃ রেজাউল ইসলাম, নয়ন দাশ ও মোঃ আব্দুল্লাহ গাজী, সাধারণ সম্পাদক পদে ৩ জন মোঃ ওবায়দুল হক মিঠু, মোঃ হাফিজুর রহমান ও মোঃ মেছের আলী, কোষাধ্যক্ষ পদে মোঃ হারুন-অর-রশিদ ও কে এম আঃ হান্নান।
সদস্য পদে যথাক্রমে মোঃ আবজালুর রহমান, মোঃ আঃ সালাম, মোঃ লুৎফার মিস্ত্রি, মোঃ কামাল গাজী, মোঃ নুরুজ্জামান, মোঃ ইউনুছ আলী, বিশ্বজিৎ দাস, সবুজ মিস্ত্রি, আঃ মালেক ও মাঝহারুল ইসলাম।
এসময়ে নির্বাচন কমিটির সদস্য ও সহকারী পরিদর্শক দীপন জোদ্দার এবং সদস্য মোঃ শহিদুল ইসলাম, সমিতির অন্তঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সদস্য মোঃ আঃ মান্নান ও মোঃ রেজাউল ইসলাম, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সাবেক সেক্রেটারি শাহীন ইকবাল সহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৮ ও ২৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়।
৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা ও গ্রহণ। ২ জানুয়ারি বেলা ১১টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ৯ ও ১০ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ের খসড়া তালিকার বিরুদ্ধে বা প্রার্থীর বৈধতা সম্পর্কে সংক্ষুদ্ধপক্ষের আপিল গ্রহণ। ১১, ১২ও ১৩ জানুয়ারী আপিলের শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত ঘোষনা। ১৬ জানুয়ারী বেলা ১১টায় চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৮ জানুয়ারী বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং বিকাল ৩ টায় প্রতীক বরাদ্দ ও বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।
২৯ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট বিরতিহীন ভাবে গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
0 coment rios: