Wednesday, 29 December 2021

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নির্বাচনে উৎসব আমেজে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি


পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নির্বাচনে উৎসব আমেজে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি

পি,সি,মন্ডলঃঃ  গতকাল ছিল পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিকী নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করার শেষ দিন। মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র ক্রয় করাকে কেন্দ্র করে আড়ৎদারী  সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। 

সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিভিন্ন পদের বিপরীতে স্ব-স্ব প্রার্থীগণ তাদের সমর্থকদের নিয়ে সমিতির কার্যালয়ে এসে নির্মল আনন্দে মনোনয়নপত্র ক্রয় করতে দেখা যায়। হৈ হৈ রৈ রৈ, মিষ্টি খাওয়ার ধূম ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ বেনজীর আহমেদ জানান,  ৯ পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন। সভাপতি পদে  ৩ জন প্রার্থী যথাক্রমে মোঃ আনিছুর রহমান, মোঃ আব্দুল জব্বার ও মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি পদে মোঃ রেজাউল ইসলাম, নয়ন দাশ ও মোঃ আব্দুল্লাহ গাজী, সাধারণ সম্পাদক পদে ৩ জন মোঃ ওবায়দুল হক মিঠু, মোঃ হাফিজুর রহমান ও মোঃ  মেছের আলী,   কোষাধ্যক্ষ পদে মোঃ হারুন-অর-রশিদ ও  কে এম আঃ হান্নান। 

সদস্য পদে যথাক্রমে মোঃ আবজালুর রহমান, মোঃ আঃ সালাম, মোঃ লুৎফার মিস্ত্রি, মোঃ কামাল গাজী, মোঃ নুরুজ্জামান, মোঃ ইউনুছ আলী,  বিশ্বজিৎ দাস,  সবুজ মিস্ত্রি, আঃ মালেক ও  মাঝহারুল ইসলাম।

 এসময়ে নির্বাচন কমিটির সদস্য ও সহকারী পরিদর্শক দীপন জোদ্দার এবং সদস্য মোঃ শহিদুল ইসলাম, সমিতির অন্তঃ  ব্যবস্থাপনা কমিটির সভাপতি  সন্তোষ কুমার সরদার, সদস্য মোঃ আঃ মান্নান ও মোঃ রেজাউল ইসলাম, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সাবেক সেক্রেটারি শাহীন ইকবাল সহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৮ ও ২৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়। 

৩০ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা ও গ্রহণ। ২ জানুয়ারি বেলা ১১টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ৯ ও ১০ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ের খসড়া তালিকার বিরুদ্ধে বা প্রার্থীর বৈধতা সম্পর্কে সংক্ষুদ্ধপক্ষের আপিল গ্রহণ। ১১, ১২ও ১৩ জানুয়ারী আপিলের শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত ঘোষনা। ১৬ জানুয়ারী বেলা ১১টায় চুড়ান্ত বৈধ প্রার্থীর  তালিকা প্রকাশ। ১৮ জানুয়ারী বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং বিকাল ৩ টায় প্রতীক বরাদ্দ ও বিকাল ৪ টায় চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ। 

২৯ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট  বিরতিহীন ভাবে গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: