স্নেহেন্দু বিকাশ-পাইকগাছায় আদালতের নির্দেশনা ও পুলিশের নোটিশ অমান্য করে রাত্রে নালিশী জমিতে বাড়ী-ঘর তৈরীকালে বাঁধা দিলে সংঘর্ষে নারী সহ ৩ আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘরবাঁধার সরঞ্জাম জব্দ করে সাত্তার গাইন তার ছেলে জিল্লুর ও জাহান আলী সহ কয়েকজনকে আটক করেছেন। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদখালী ইউপি'র শাহাপাড়া গ্রামে।
শাহাপাড়া গ্রামের মৃতঃ জামাল গাইনের স্ত্রী ভুক্তভোগী মহিলা ফাতেমা বেগম অভিযোগ করেন, ভিটেবাড়ীর ১৭ শতক সম্পত্তি রয়েছে। কিন্তু ৮৫ সালে স্বামী মৃত্যুর পর দেবর সাত্তার গাইন সব জমি জোর করে দখল করে ভোগ দখল করেন। ফাতেমার মেয়ে রহিমা খাতুন বলেন, সাত্তার গাইন আমার প্রতিবন্ধী ছেলে ছালাম সহ সব ওয়ারেশদের ফাঁকি দিয়ে অবৈধভাবে দখল করেন। ১৭ শতক জমির মধ্যে ওয়ারেশদের প্রত্যেকের নামে ৩ শতক করে জমি রেকর্ড হয়েছে। পুলিশ জানিয়েছে এ নিয়ে রহিমা বাদী হয়ে প্রতিপক্ষ সাত্তার ও তার ছেলে জিল্লুর সহ ক'জনের বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর পাইকগাছার নির্বাহী আদালতে এমআর -২৬৩/২১ মামলা করলে দুপক্ষকে নোটিশ দেওয়া হয়। এ নির্দেশনা উপেক্ষা করে রাত্রে নালিশী জমিতে জিল্লুরা বহিরাগত লোক নিয়ে টিনের ঘরবাড়ী বাঁধার চেষ্টা করলে ফাতেমার মেয়ে জামেলারা বাঁধা দিলে মারপিটের স্বীকার হলে রহিমা, জামেলা ও জিল্লু আহত হন। খবর পেয়ে বুধবার ভোরে পুলিশী অভিযানে সরঞ্জাম জব্দ করে থানা হেফাজতে আনেন।
0 coment rios: