স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় বঙ্গবন্ধু'র জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ভূমিহীন ও গৃহহীনদের নির্মানাধীন বাসগৃহ পরিদর্শন করেছেন অতিঃ জেলা প্রশাসক ( এলএ) মোঃ মারুফুল আলম। তিনি সংশ্লিষ্টদের নিয়ে বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউপির বিল পরাণমালীতে তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে চলমান ২০টি নির্মানাধীন ঘর পরিদর্শন করেন। নির্মাণ কাজ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এর অংশ হিসেবে পাইকগাছায় ৩য় ধাপের ১ম ধাপে ২০টি ঘর নির্মিত হচ্ছে। আমরা সততার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নের চেষ্টা করে
যাচ্ছি। প্রকল্প পরিদর্শন কালে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস,কানুনগো মোজ্জাম্মেল হোসেন, সার্ভেয়ার কওসার আলী, সুমন সহ অনেকে।
0 coment rios: