মোঃ আব্দুল আজিজ,;;পাইকগাছায় নোয়ালতলা ৭শ চিংড়ী ঘেরের উপর দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার নিদের্শনা দিয়েছে নির্বাহী আদালত। ঘের মালিক আনারুল ইসলামের দায়ের করা মামলায় বিজ্ঞ নির্বাহী আদালত এ আদেশ দেয়।
উপজেলার গদাইপুর ও কপিলমুনি ইউনিয়নের নোয়ালতলা ও সুরনাল মৌজায় ৭শ বিঘার একটি চিংড়ী ঘের অবস্থিত। দীর্ঘ ২০ বছর যাবৎ ইসতিয়ার রহমান শুভ চিংড়ী চাষ করে আসছিলেন। ২০২১ সালের ৪ ফেব্রæয়ারী শুভকে ১শ বিঘা শেয়ার রেখে ৬শ বিঘা জমির পার্টনার হয়ে যৌথ ব্যবসা পরিচালনা করছেন ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও নির্মল মজুমদার। যার রেজিঃ ডিড অব পার্টনার শীপ দলিল নং ৫৮৭/২০২১। চলতি বছর ১ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগের কাজ শুরু করেছে ঘের মালিকপক্ষ।
এদিকে ঘের মালিকদের কাজে বাঁধাগ্রস্থ করতে নানাভাবে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ বাবু সরদার, কাদের মল্লিক, ফসিয়ার শেখ, গফুর সরদার ও সোহাগ সরদার গংরা। যার ফলে ঘের মালিক শেখ আনারুল ইসলাম বাদী হয়ে ৩ ফেব্রæয়ারী পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা এম,আর ১৯/২০২২ নং মামলা করেন। বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম মঙ্গলবার উক্ত চিংড়ী ঘেরে দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।
এ্যাপারে প্রতিপক্ষদের মধ্যে আব্দুল কাদির মল্লিক বলেন, আমরা কোন ঘের মালিকের কাজে বাঁধা দিচ্ছি না। জমির মালিক হিসেবে নিজেরাই ঘের করার পরিকল্পনা নিয়েছি। বরং বাইরের লোকেরা এখানে এসে আমাদের ক্ষতি করছে। থানার ওসি জিয়াউর রহমান জানান, এ সংক্রান্ত আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 coment rios: