Wednesday, 9 February 2022

পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধিঃ

বাহারী রংয়ের গোলাপে আলোকিত হয়ে উঠেছে সাংবাদিক সালামের__ছাদে লাগানো ফুলের বাগানটি। সেখানে থরে থরে সারিবদ্ধ ভাবে লাগানো হরেক রকমের মধ্যে ভিন্ন রংয়ের গোলাপের সৌন্দর্য নজর কাড়ছে সকলের। সখের বসে গড়া ফুলের ছাদ বাগানের মাঝে মিশে রয়েছে সাংবাদিক শেখ আব্দুস সালামের কল্পনাময়ী মনবাসনা। 

পাইকগাছার কপিলমুনি শহরের প্রাণকেন্দ্রে সহচরী বিদ্যামন্দিরের উত্তর পার্শ্বে অবস্থিত সালাম নিবাসের তৃতীয় তলার ছাদ বাগান জুড়ে এ গোলাপ ফুলের সমাহার। প্রথমত তারই একটি ফেজবুক ওয়ালে ভিন্ন রংয়ের গোলাপ ফুলের ছবির সূত্র ধরে সরেজমিনে গিয়ে দেখাযায়, স্বপ্নের তৃতীয় তলা বিশিষ্ট সালাম নিবাসের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তারের চেম্বার ও ক্লিনিক। তৃতীয় তলায় প্রবীণ সাংবাদিক শেখ আব্দুস সালামের স্বপ্নের শয়ণ কুটির। এরপর সালাম নিবাসের সিঁড়ি বেয়ে একটু উপরে উঠতেই পুরো ছাদ জুড়ে ফল ও ফুলের বাগান। তারমধ্যে রয়েছে বিভিন্ন জাতের কবুতর। হরেক রকমের ফলের মাঝে ভিন্ন রংয়ের গোলাপের পাঁপড়ি যেন প্রকৃতির মাঝে ছাদ ও সেখানে আমন্ত্রিত অতিথিকে আলঙ্গিন করছে। 

এ ব্যাপারে কথা হয় সাংবাদিক আব্দুস সালামের সাথে, তিনি বলেন, সখের বসে করা পুরো ছাদ বাগানটি যেন আজ আমার স্বপ্ন পূরণের একটি চ্যাপ্টার। বেশ কয়েক বছর যাবত গড়ে তোলা ছাদ বাগানটি থেকে সফলতা আসছে। আমার ছাদ বাগান অঙ্গন জুড়ে রয়েছে, কাটা মুকুট, রং বাহারী গোলাপ, কাগজ ফুল, লাল গোলাপ, গাধা ফুল, জবা, জুই, বেলি রঙ্গন, বল সুন্দরী,  অপরাজিতা, সোনালী রঙ্গন ফুলের গাছ। ফলের মধ্যে রয়েছে মালটা, কমলা, কাগজী লেবু, বাউকুল, ব্যনানা আম, ড্যারাগন ফল, ডোরাকাটা কমলা, পেয়ারা, চালতে ও আইচ ফল। আরো রয়েছে পুই শাক, লাউ, এ্যালোবেরা ও পুদিনা পাতা, রয়েছে বাহারী পাতা বাহারসহ নাম না জানা অনেক ফুল ও ফলের গাছ। এছাড়া তার পরিকল্পনা রয়েছে ছাদ বাগানটি পর্যায়ক্রমে প্রশস্থ করা ও ছাদের প্রশস্থতার সাথে সাথে সুইমিংপুল আকৃতি জলকেলির জায়গা করার।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: