রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর ভুক্তভোগী ঘের মালিক ও জমির মালিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে গদাইপুরের কচুবুনিয়া, মঠবাটি, ভেটকা, ঘোষাল, চককুলতলা, বয়রা মৌজার প্রায় দেড় হাজার বিঘার জমির মালিক ও ঘের মালিকরা অভিযোগ করেন গদাইপুর ইউনিয়ানস্থ ঘোষাল গ্রামের কামাল আহম্মেদ শহীদ নেওয়াজ (টিপু গাজী) একজন মামলাবাজ, অত্যাচারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তি।
উল্লেখিত মৌজায় তার প্রাপ্য জমির পরিমানের চেয়ে অন্যের জমি অবৈধ দখলে রেখে খুলনায় থেকে একের পর এক নিরীহ মানুষের নামে মিথ্যা ও হয়রানী মূলক মামলা করেছেন। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার হস্তক্ষেপ কামনা করে বিল কমিটি করেন। কমিটি করায় টিপু গাজী সর্বশেষ চেয়ারম্যানের নামে লিগায় নোটিশ দিয়েছে।
এর নিন্দা ও প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে জমি ও ঘের মালিকদের মধ্যে বক্তব্য রাখেন ম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক প্রধান শিক্ষক এস এম মোজাম্মেল হক, এন এম জাহাঙ্গীর আলম, আজু মোল্লা, মোবারক সরদার, রেজাউল করিম, মনোজ বিশ্বাস, সাজ্জাত, নুরু শেখ, মোজাহার গাজী, সুব্রত সরদার, আফছার উজ্জামান, আবু হাসান, নাজমা আক্তার, আসলাম পারভেজ, আলমগীর হোসেন, জাকিরুল নায়েব,আলিম সরদার সহ অনেক
0 coment rios: