Saturday, 26 February 2022

কয়রায় গণটিকা নিয়েছেন ১৩২৮০ জন, সাস্থ্য বিভাগের পাশাপাশি কাজ করছে ব্র্যাক

কয়রায় গণটিকা নিয়েছেন ১৩২৮০ জন, সাস্থ্য বিভাগের পাশাপাশি কাজ করছে ব্র্যাক ও।

রাসেল আহাম্মেদ, কয়রা (খুলনা) থেকেঃআজ শনিবার ২৬ শে ফেব্রুয়ারি সরকারের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদান কর্মসূচির লক্ষ্য মাত্রা পূরণ করতে সারা দেশের ন্যায় কয়রা উপজেলায় ও টিকাদান কার্যক্রম সষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা ও পূরণ করেছে কয়রা স্বাস্থ্য বিভাগ।  

কয়রা উপজেলার সকল ইউনিয়নে মোট ২১টি অস্থায়ী টিকা কেন্দ্রের বুথ গুলোতে সকাল নয়টা হইতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত একযোগে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা প্রদান কার্যক্রম  পরিদর্শন করেন করোনা প্রতিরোধ ও টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং করোনা প্রতিরোধ ও টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাঃ সুদীপ বালা, আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল সহ স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ কেন্দ্র পরিদর্শন করেন।


মসজিদকুড় কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত টিকাদান কর্মী নজরুল ইসলাম ও বেজপাড়া কমিউনিটি ক্লিনিকের টিকাদান কর্মী পবিত্র কুমার সরকার জানান সকাল ৯ টা থেকেই কেন্দ্র গুলোতে উপচে পড়া ভিড় ছিলো আনসার সদস্য ও ব্র্যাক কর্মীদের সার্বিক সহোযোগিতায় সারি বদ্ধ হয়ে সষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মানুষ টিকা গ্রহণ করেছে এবং টিকা নিয়ে ভয় বা আতঙ্কেও অসুস্থ হওয়ার মতোও কোন ঘটনাও ঘটেনি।

ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচির এলাকা ব্যবস্থাপক (কয়রা-পাইকগাছা) মোঃ মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ সরকারের এই বিশেষ টিকাদান কর্মসূচিকে বাস্তবায়ন করতে ব্র্যাকের কর্মীরা সার্বিক সহযোগিতা করছে, এমন কি গতকাল শুক্রবার ছুটির দিন হলেও ব্র্যাকের স্বাস্থ্য কর্মী, সেবিকা, পিএ, কমিউনিটি মোবিলাইজার, হটস্পট মোবিলাইজাররা মাঠ পর্যায়ে কাজ করছে এমনকি আজ প্রত্যেকটা কেন্দ্রে ব্র্যাকের কর্মীরা সার্বিকদিক দিয়ে সহযোগিতা করছে এবং মাস্ক পরিধান বিহীন মানুষের মাঝে মাস্ক ও বিলি করেছেন।

টিকা নিতে আসা নাকসা গ্রামের সিরাজুল ইসলাম নামক এক ব্যক্তি বলেন ব্যবসা-বাণিজ্য ও কাজ কামের মধ্যে থাকায় সময় করে টিকা নিতে পারিনি বাড়ির পাশে টিকা দিচ্ছে শুনে আজ টিকা দিতে আসি, অল্প ভিড় ছিলো তবুও সুন্দর পরিবেশে টিকা দিয়ে এবার বাড়ি যাচ্ছি এ উদ্যেগের জন্য ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে। 

খেওনা গ্রামের ৭৫ বছর বয়সী শীলা রানী মন্ডল নামের এক বৃদ্ধা বলেন টিকার কাগজ না থাকায় টিকা দিতে পারিনি এতদিন, আজ কেন্দ্রে আসলে আইডি কার্ড দেখে টিকা দিয়ে দেছে সাহেবরা।


কয়রা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ  কর্মকর্তা ডাঃ সুদীপ বালা জানান উপজেলার সাতটি ইউনিয়নের মোট ২১টি টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৮২২ ডোজ প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে যার মধ্যে সিনোভ্যাকের ৭৩৬৩ ডোজ এবং ফাইজারের ৪৫৯ টি ডোজ দেওয়া হয়েছে। তিনি আরো জানান ভ্যাকসিনেশনে আমাদের মুল লক্ষ্য মাত্রা প্রথম ডোজ থাকলেও সাথে সাথে অন্য ভ্যাকনিশন ও করেছি। যেমন সিনোভ্যাকের ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে ২৩৩৯ ডোজ এবং কোভিশিল্ড ২য় ডোজের ৬৭২ ও ফাইজারের ৪৫৯ টি ২য় ডোজ অর্থাৎ সর্বমোট ২য় ডোজের ৩৪৭০ টি ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা কোভিশিল্ডের ১৯৮৮ টি বুষ্টার ডোজ ও প্রদান করেছি।

 যদিও এটা আমাদের মুল লক্ষ্য ছিলো না তবুও আমরা প্রতান্ত এলাকার মানুষের কথা ভেবে বাড়তি চাপ নিয়ে মানুষকে ভ্যাকসিনেশন করেছি।  উপজেলার টিকা কেন্দ্রে কোথাও কোন গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন এমন কোন ঘটনা কোথায় ও ঘটেনি তবে দু-একটি কেন্দ্রে টিকা কম পড়ায় পার্শবর্তী কেন্দ্রে থেকে আনতে যেটুকু সময় লেগেছে এই ছাড়া কোন রকম কোন ত্রুটি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: