রাসেল আহাম্মেদ, কয়রা (খুলনা) থেকেঃসুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে বিষ দিয়ে মাছ ধরা কালে ২৫ কেজি চিংড়ি মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ভেশালী জাল, প্রয়োগ করা বিষের বোতল সহ ২ জনকে আটক করেছে বন বিভাগ ।
১৯ মার্চ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে, পশ্চিম সুন্দরবন (খুলনা রেঞ্জের) গেঁওয়াখালি বন টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ২০ নং কম্পার্টমেন্ট (সংরক্ষিত বনাঞ্চলের) বাইশের খাল এলাকায় বিশ প্রয়োগ করে নিষিদ্ধ ভেসালী জাল দিয়ে মাছ ধরা কালে গেঁওয়াখালি বন টহল ফাঁড়ির কর্মকর্তা (এফজি) রেজাউল করিমের নেতৃত্বে, বন বিভাগের একটি দল আওসাফুর গাজী (২৬) ও কামাল গাজী (৪০) কে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে বিষ দিয়ে ধরা ২৫ কেজি চিংড়ি মাছ, ১টি নিষিদ্ধ ভেসালী জাল ও ৫ টি বিষের বোতল উদ্ধার করে। পরবর্তীতে জব্দকৃত জাল, মাছ, বিষের বোতল সহ ধৃতদের বিজ্ঞ কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটককৃতরা কয়রা উপজেলার ৪ নং কয়রা পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা।
0 coment rios: