স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় পৌর বাজারে Oppo Brand Shop মোবাইল কোম্পানির শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে অতিথি মোবাইল কর্নারের Oppo BrandShop শুভ উদ্বোধন করেন ষোলআনা ব্যাবসায়ী সমিতি লিঃ এে সভাপতি জি এম শুকুরুজ্জামান। উপস্থিত ছিলেন, Oppo BrandShop স্বত্বধীকারী সুদেব কুমার দাশ, oppo এরিয়া সেল কনসালটেন্ট শুভ্র কুন্ড,এন আরসি ব্যাংক এর ব্যাবস্থাপাক জাহিদুজ্জামান হ্যাপি, ওয়ালটন ম্যানেজার আসাদুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সোহেল রাশেদ জনি,সাবেক কোষাধ্যক্ষ মৃতূঞ্জয় সরদার, সদস্য আশরাফুল ইসলাম, রিমন শেখ, এন আর সি ব্যাংকের শেখ জাহিদুজ্জামান, বিশ্বজিৎ সরকার, দেব্র দাশ দেবু, সার্জেন্ট মুনছুর আলী, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু।
উদ্বোধন উপলক্ষে অতিথি মোবাইল কর্নারের স্বত্বাধিকী সুদেব কুমার দাশ জানান, ১টি Oppp ফোন ক্রয় করলে পুরস্কার স্বরুপ =2000/=সমমূল্যের গিফট প্রদান করা হ্চ্ছে।
0 coment rios: