মাজহারুল ইসলাম মিথুন::খুলনার পাইকগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪ টায় পৌরসভার মেয়রের কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীর বাজেট পেশ করেন। বাজেটে ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার,৭৬২ দশমিক ৭৬ টাকা আয়,৫৯ কোটি,৫৯ লাখ,৭৭ হাজার,৯৪৫ দশমিক ০ আট টাকা ব্যয় ও ৩০ লাখ,১৫ হাজার,৯১৭ দশমিক ৬৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন মেয়র সেলিম জাহাঙ্গীর,প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র- শেখ মাহবুবুর রহমান রঞ্জু,নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর তৈয়েবুর রহমান, আব্দুল গফ্ফার মোড়ল,প্যানেল মেয়র-৩ কবিতা রাণী দাস,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার,ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ,হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা,কৃষ্ণ মন্ডল ও উত্তম কুমার মন্ডল।
0 coment rios: