Friday, 1 July 2022

পাইকগাছায় ফুরাডিন দিয়ে হাঁস-মুরগী মেরে ফেলার ঘটনায় থানায় অভিযোগ!

পাইকগাছায় ফুরাডিন দিয়ে হাঁস-মুরগী মেরে  ফেলার ঘটনায় থানায় অভিযোগ!

মাজহারুল ইসলাম মিথুন::পাইকগাছায় খাদ্যে ফুরাডিন মিশিয়ে  দরিদ্র এক গৃহবধূর একাধিক হাঁস-মুরগী মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার থানায় অভিযোগ করেছেন। জানাগেছে,প্রেম প্রত্যাখ্যাত হয়ে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকরনবাড়ীতে বিপ্লব নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। 

ঠাকরনবাড়ীর বাসিন্দা পরিতোষ সানা জানান, প্রতিবেশী বিপ্লব মন্ডল (৩২) নামে এক যুবক আমার স্ত্রীকে বিভিন্ন সময়ে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। আমি জানতে পেরে ঐ যুবককে নিবৃত করার চেষ্টা করি। এর পরেও সে থেমে থাকেনি।

 সাড়া না পেয়ে  শেষ পর্যন্ত সে আমার স্ত্রীকে ক্ষয়-ক্ষতির হুমকি দেয়। তিনি অভিযোগ করেন এর জের ধরে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বিপ্লব কুড়ার সাথে ফুরাডিন মিশিয়ে মুরগীর ঘরে দিয়ে চলে যাবার সময় দেখতে পেয়ে তাড়া করি। এ সময়ের মধ্যে ফুরাডিন মিশানো খাবার খেয়ে ৭/৮ টি হাঁস-মুরগীর মৃত্যু হয় ও ৩০/৩২ টির মতো মরণাপন্ন অবস্থায় রযেছে। এ ঘটনায় পরিতোষ সানার স্ত্রী প্রতিকার চেয়ে বিপ্লবের বিরুদ্ধে শুক্রবার থানায় অভিযোগ করেছেন।

 ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য প্রেমানন্দ সানা বলেন, ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে জানার চেষ্টা করা হলে উল্টো বিপ্লব আমাকে উদ্দেশ্যে করে হুমকি স্বরুপ আচরণ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় বিপ্লব মারপিটের অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। 

Aওসি মোঃ জিয়াউর রহমান গৃহবধূ'র অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: