মাজহারুল ইসলাম মিথুন::পাইকগাছার লতার ৯নং ওয়ার্ডের বাইনচাপড়া ১নং স্লুইচ গেইট হতে মুনকিয়া
খেওয়াঘাট অভিমূখে অধিক ঝুঁকিপূর্ণ ওয়াপদা(১০০ মিটার) রাস্তাটি মাটি দিয়ে
সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
এসময়ে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি অমলেন্দু তরফদার, সদস্য দিনেশ তরফদার, সুকুমার মন্ডল, মঙ্গল মল্লিক, মহানন্দ মহলদার, হিরন্ময় মল্লিক, রাজ্জাক গাজী, প্রধান শিক্ষক অজয় রায়, ইউপি সদস্য ফেরদৌস ঢালী, কুমারেশ মন্ডল, চম্পা বেগম, সাবেক ইউপি সদস্য প্রদীপ মহলদার, শ্রমিকলীগের দিপংকর মল্লিক, ছাত্রলীগের মিথুন সরকার, যুবনেতা রাজেশ মন্ডল, সঞ্জয় রায় সহ স্থানীয় এলাকাবাসী।
0 coment rios: