গত ৪ দিন ধরে সিলেট ও সুনামগঞ্জের হাওড়াপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের ১২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিজ হাতে প্রদান করেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। এসময়ে সাথে ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, জেলা ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ উপ-সম্পাদক ইয়াসির আরাফাত, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বিভূতি ভূষণ সানা, প্রশান্ত মন্ডল, মোস্তফা মিস্ত্রী, সালামুন গাজী প্রমূখ।
তিনি প্রতিটা পরিবারকে দিয়েছেন মুড়ি, বিস্কুট, গুড়, মোমবাতি, ওষুধ, স্যালাইন, গ্যাস লাইট,পানি ও নগদ ৫শ টাকা। এছাড়া ৮১ জন প্রতিবন্ধীকে নগদ এক হাজার টাকাসহ অনুরূপ খাদ্য সামগ্রী প্রদান করেন। ইউপি চেয়ারম্যান তুহিন বলেন,জনগণের সেবা করার প্রতিশ্রুতিতে আমরা জনপ্রতিনিধি। জনগণের সেবা বিশেষ করে প্রতিবন্ধীদের সেবা করা আমার নেশা।
উল্লেখ্য, প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা যায়। মহামারী করোনা ভাইরাসের শুরুতে তিনি পাইকগাছায় অক্সিজেন ব্যাংক চালু করেন। ঘরবন্ধী মানুষের মাঝে বিতারণ করেন খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার। সুনামি, আয়েলা, বুলবুল, ফণি ও আম্ফানের মত প্রাকৃতিক দুর্যোগে তিনি পাইকগাছা,কয়রা ও আশাশুনি উপজেলাতে দীর্ঘদিন ধরে ত্রাণ সামগ্রী বিতারণ করেন।
পাইকগাছা সহ কয়েকটি এলাকায় ৫ জন প্রতিবন্ধীর অভিভাবকের দায়িত্ব পালন করছেন। দিয়েছেন হুইল চেয়ার ও চালাচ্ছেন শিক্ষা খরচ। এ জন্য এলাকাবাসী তাকে প্রতিবন্ধীদের অভিভাবক ও মানবতার ফেরিওয়ালা উপাধি দিয়েছে। জনগনের ভোটে তিনবার নির্বাচিত চেয়ারম্যান।
0 coment rios: