![]() |
পাইকগাছায় জাপার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত দ্রব্যমূল্যের নিয়ন্ত্রন নাগলের বাহিরে -মধু |
স্নেহেন্দু বিকাশ, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেছেন, জাপার সমর্থনে ৩ বার আওয়ামীলীগ ক্ষমতায় এসে রাষ্ট্রীয় ব্যবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন ঘটাতে পারেনি।
সোমবার বিকেলে পৌর শহীদ মিনার চত্বরে পৌর ও উপজেলা জাতীয পার্টি আয়োজিত দেশে চাল,ডাল,তেল,গ্যাস সহ দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী দিনে জাপা শক্তিশালী রাজনৈতিক দলে পরিনত হবে এ ঘোষণা দিয়ে মধু সরকারের সমালোচনা করে আরো বলেন, এ সরকার ১৮ কোটি মানুষের দেশে দ্রব্যমুল্য নিয়ন্ত্রন করতে হিমশিম খাচ্ছে, মজুদদারী কালোবাজারীদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হচ্ছে।
দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার বা বন্ধ না হলে কোন উন্নয়ন অগ্রগতি হবেনা বলে জাপা সভাপতি এ মন্তব্য করেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাপার সদস্য ডাঃ আবুল কাশেম। উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ রায়ের পরিচালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জাপার সম্পাদক শামসুল হুদা খোকন,পৌর কমিটির সভাপতি গাজী আঃ ছামাদ সম্পাদক রবিউল ইসলাম সহ অনেকে।
0 coment rios: