![]() |
পাইকগাছায় পুলিশের ক্রেতা সেজে গাঁজা উদ্ধার সহ যুবক আটক |
পাইকগাছা অফিস:পাইকগাছার থানা পুলিশ ক্রেতা সেজে গাঁজা সহ রাজু সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। রবিবার বেলা ১ টার দিকে পুলিশের একটি চৌকস টিম উপজেলার চাঁদখালী ইউপির বিষ্ণুপুরের একটি কালবার্ট সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে ৪০ গ্রাম গাঁজা সহ বিষ্ণুপুরের রাজ্জাক সরদারের ছেলে রাজুকে আটক করেন।
এ অভিযানে পরিচালনা করেন এসআই তাকবির হোসাইন, ইমরান হোসেন, নিরুপম নন্দী, এএসআই মঞ্জুরুল ও কনস্টেবল হুমায়ূন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, রাজু সহ গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
0 coment rios: