![]() |
পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উদযাপিত |
পাইকগাছা অফিস :জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উদযাপন উপলক্ষে পাইকগাছায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ। শুভেচ্ছা বক্তৃতা করেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অঞ্জলী রাণী শীল।
উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক এস হাফিজুর রহমান, সেখ রুহুল কুদ্দুস, মুহাঃ আবু সাদেক, মুহাঃ গোলজার হুসাইন, আবু ছাবা গাজী, প্রভাষক মোঃ মাহমুদুর রহমান, লুৎফা ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, মোঃ ফজলুল আলম, জুবায়ের আলম ও সঞ্জয় কুমার মন্ডল অন্যান্য শিক্ষকবৃন্দ।
উপজেলা পর্যায়ে সকল কলেজ, মাধ্যমিক স্কুল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এরপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
0 coment rios: