Monday, 10 July 2023

এমপি'র ২ লাখ টাকার বরাদ্দ পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠ সংস্কারে কাবিটা কর্মসূচি

এমপি'র ২ লাখ টাকার বরাদ্দ  পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের  ফুটবল খেলার মাঠ সংস্কারে কাবিটা কর্মসূচি
 এমপি'র ২ লাখ টাকার বরাদ্দ  পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের  ফুটবল খেলার মাঠ সংস্কারে কাবিটা কর্মসূচি 

পাইকগাছা অফিস::পাইকগাছা পৌরসদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার একমাত্র মাঠ দীর্ঘদিন খেলার অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন টুর্ণামেন্টে খেলা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। মাঠের একাধিক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠটি খেলার উপযোগী করতে এমপি কে অবহিত করেন। 

২০২২-২৩ অর্থবছরে কাবিটা কর্মসূচি প্রকল্পর আওতায় খুলনা ৬ এর স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু মাঠ সংস্কারের জন্য ২ লাখ টাকার বরাদ্দ প্রদান করেন। সোমবার বিকেলে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর নিকট এ বরাদ্দের পত্র তুলে দেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু , কাউন্সিল গফফার মোড়ল, যুবলীগের এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি সহ অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: