![]() |
পাইকগাছার বাঁকায় মারপিটের ঘটনায় দু'পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান |
পাইকগাছা অফিস::পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে বাঁকায় দু'পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় সালিশি বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মিমাংসিত হয়েছে। রাড়ুলী পুলিশ ক্যাম্পের আইসি এসআই ইমরান হোসেন সত্যতা স্বীকার করে জানান, শনিবার শেষ বিকেলে দু'পক্ষে মধ্যে সালিশি সভায় কোন শর্ত ছাড়াই নিজেরা মিমাংসা করে পরস্পরকে আলিঙ্গন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আইসি ইমরান হোসেন সহ ট্যু আইসি ফরহাদ হোসেন, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আরশাদ আলী বিশ্বাস, ইউপি সদস্য মোঃ আঃ হামিদ, সম ছইলুদ্দীন, আবুল হাসেম, ইলিয়াস মোড়ল, মফিজুল ইসলাম সহ অনেকে। উল্লেখ্য, বিদায়ী ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত কনসার্ট অনুষ্ঠানে স্থানীয় আরশাদ আলী বিশ্বাসের ছেলে সাইফুল্লাহ ও আরজি ভবানীপুরের আজিবর রহমানের ছেলে রাকিবের মধ্যে গন্ডগোল হয়।
ক্যাম্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরদের মধ্যে গন্ডগোল এর সুত্র ধরে শুক্রবার বিকেলে বাঁকা বাজারের চৌরাস্তা মোড়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ভাজাপোড়া দোকান ভাংচুরসহ আজমত গাজী, আজিবর রহমান, উজ্জ্বল,সাইফুল, রাশেদসহ অনেকে কম-বেশি আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এ নিয়ে কোন পক্ষেই কোথাও কোন অভিযোগ করেনি।
0 coment rios: