![]() |
পাইকগাছার আলমতলা ও খুদখালী ভাঙনকৃত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে পাউবো |
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা:পাইকগাছায় প্রবল বৃষ্টি ও বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে শিবসা ও কপোতাক্ষ নদীর তীব্র খর স্রোতে আলমতলা ও খুদখালী নদী ভাঙন আরো তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে । রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়দের আশংকা ভাঙন কবলিত স্থান যে কোন মুহূর্তে ওয়াপদার বাঁধ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হতে পারে ব্যাপক ক্ষয়-ক্ষতি। এ পরিস্থিতিতে বুধবার দুপুরে ভাঙন কবলিত ও ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবো'র খুলনা নির্বাহী প্রকৌশলী - ২ মো. আশরাফুল আলম।
এসময়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মুহাম্মদ আল-আমিন ও উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু হাওলাদার, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, প্রজেক্ট ম্যানেজার আরাফাত জাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে পাউবো’ব খুলনা নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম সংশ্লিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান কে পোল্ডার রক্ষার্থে জরুরি ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন। তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একইসাথে তিনি আরো বলেন, এ সময়ের মধ্যে কোন ক্ষয়-ক্ষতি ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়-দায়িত্ব নিতে হবে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপজেলার ১০/১২ নং পোল্ডারে শিবসা নদীর ভাঙনে গড়ইখালী ইউনিয়নের খুদখালীর ৮ শ মিটার বেড়িবাঁধ ও লস্কর ইউনিয়নের আলমতলায় ৭শ মিটার বেড়িবাঁধ দীর্ঘদিনের ভাঙন কবলিত। এর মধ্যে খুদখালির ১ শ মিটার এবং আলমতলার ২ শ মিটার এ মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে উক্ত ঝুঁকি পূর্ণ স্থানে রক্ষার্থে সরকার ২১-২২ অর্থ বছরে জ্যাইকার ৫২ কোটি টাকা অর্থায়নে খুদখালি ও আলমতলার নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ এবং বাইনতলা স্লুইচগেট নির্মাণ প্রকল্পের টেন্ডার হয়।
কিন্তু এখনো পর্যন্ত এ প্রকল্পের কোন দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। তবে সংশ্লিষ্টরা বলছে ২০২৪ সালের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা। সময়মত কাজ না হওয়াতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকের পাশাপাশি তৈরি হয়েছে জনরোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নে ও বেড়িবাঁধ সংস্কারে দু'হাত উজার করে অর্থ বরাদ্দ দিলেও তার বাস্তবায়নে কেন ধীর গতি প্রশ্ন রাখেন স্থানীয় জনসাধারণ। দ্রুত বাস্তবায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, বেড়িবাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। জরুরি ভিত্তিতে ওয়াবদার এক্স ইএন মহোদয়ে ওইখানে ১৮ শত জিওট্যাক ব্যাগ দিয়েছে। তাহার কাজ চলোমান এবং নিজে পরিদর্শনে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছেন। এসকল অর্থ স্বচ্ছ কাজের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান আর-রাদ কর্পোরেশনের প্রজেক্ট ইঞ্জি. আরাফাত জাহান বলেন, এ মুহূর্তে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত খুদখালী ও আলমতলায় মাটি ও বালুর বস্তা ফেলে ডাম্পিং করা হচ্ছে। তিনি আরো বলেন, টেন্ডারের পরে ভাঙ্গন কবলিত দুই স্থানে পানির গভীরতা তিন গুন বৃদ্ধি পেয়েছে। পাউবো’র ডিজাইনের সাথে বাস্তবতার মিল নাই। আমরা চিঠি দিয়েছি। কাজেই পাউবো’র নতুন ডিজাইন হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে। এ প্রসঙ্গে খুলনা-৬ (কয়রা - পাইকগাছা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান মুঠোফোনে জানান, সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ও সচিব কে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিক তারা দু’জনেই জুরুরী ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কে কাজ করার নির্দেশনা দিয়েছেন
0 coment rios: