![]() |
পাইকগাছায় এাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস::পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ ইভলভ প্রকল্পের এ্যাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে ডরপ ইভলভ প্রকল্প এই প্রথম উপজেলা সিএসও নেটওয়ার্ক দলকে এ্যাডভোকেসি নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজের সমন্বয়ে।
এটির অর্থায়ন করেন, হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। বাস্তবায়নে ডরপ ইভলভ প্রকল্প। ডরপ ইভলভ প্রকল্পের রুমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রশিক্ষণ পরিচালনা করেন, প্রকল্প সম্মনয়কারী প্রতিভা বিকাশ সরকার।
ডরপ ইভলভ প্রকল্পের এ্যডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জিএম আজহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সুশীল সমাজের সদস্য কাজী আবুল বাশার, ছন্দা সুলতানা বীনা, মোঃ মুনিরুল ইসলাম, রেহানা বেগম, পূরবী মিস্ত্রী, সঞ্জয় মন্ডল সহ সুশীল সমাজের অন্যান্য সদস্য সহ ২৫ জন প্রশিক্ষণার্থী।
0 coment rios: