Tuesday, 14 November 2023

প্রধানমন্ত্রী'র কড়ুলিয়া নদীর উপর সেতু উদ্বোধনের খবরে আনন্দে ভাসছে জনগণ

প্রধানমন্ত্রী'র কড়ুলিয়া নদীর উপর সেতু  উদ্বোধনের খবরে আনন্দে ভাসছে জনগণ
 প্রধানমন্ত্রী'র কড়ুলিয়া নদীর উপর সেতু  উদ্বোধনের খবরে আনন্দে ভাসছে জনগণ 

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::খুলনার জনসভায় প্রধানমন্ত্রী'র পাইকগাছা কড়ুলিয়া নদীর উপর পৌনে ১কি.মি. দৈর্ঘ্য সেতু'র ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষনায় এলাকার সর্বস্তরের মানুষ আনন্দে ভাসছে। গত ১৩ নভেম্বর বিকেলে জেলা সার্কিট হাউজ ময়দানের বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে  লস্কর-বাইনতলা খেয়াঘাটস্থ কড়ুলিয়া নদীর উপর সেতু সহ জেলার বিভিন্ন স্থানের ২৯ টি উন্নয়ন প্রকল্পের শুভ  উদ্বোধন করেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাগেছে, পাইকগাছা-কয়রা উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লস্কর-বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্য (পৌনে ১কিঃ মিঃ) ও  ৯.৮ মিঃ (৩২) ফুট প্রশস্ত সেতু নির্মিত হবে। যার চুক্তিমূল্য ১শত ২০ কোটি টাকা। ন্যাশনাল ডিভালপমেন্ট ইঞ্জিনিয়ারিং লি. (এনডিই) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২১- ৯ -২৩ থেকে ২০-৯-২৬ সালের মধ্যে এ সেতু'র কাজ সম্পন্ন করবেন। 

জমি অধিগ্রহণের কাজ চলমানের কথা উল্লেখ করে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও স্বজল বিশ্বাস  জানান, এ সেতু'র নদীর মাঝখানে ২৪৬ ফুটের দৈর্ঘ্য শুধুমাত্র ১টি স্টীলের স্প্যান বসানো হবে। এর সাথে সেতু'র দু'পারে আরোও ২৪টি আরসিসি স্প্যান বসানো হবে। উপজেলা প্রকৌশলী শাহিন সোয়েব জানান, এলজিইডি কর্তৃক নির্মিত এ সেতুটি হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সৌন্দর্য্য প্রিয় সেতু। তিনি আরোও বলেন, সেতুটি  নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য মহোদ্বয়ের ঐকান্তিক চেষ্টার ফসল। 

প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের খবর শুনে লস্করের বাসিন্দা নলিনী কান্ত সানা (৭২ ) জানান, এ সরকার শুধু শহর মুখী উন্নয়ন বিশ্বাসী নয়, গ্রাম-গঞ্জের মানুষের উন্নয়ন যথেষ্ট কাজ করে যাচ্ছে। কড়ুলিয়া নতূর উপর সেতু'র উদ্বোধন  তারই প্রমাণ। স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে খুলনার পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে আমরা মুগ্ধ। লোকজন আনন্দিত, উৎফুল্লিত। জনগণ খুঁশি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা' ও বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি দৈনিক জন্মভূমি'র এ প্রতিনিধি কে জানান, এ সেতুটির নির্মাণ কাজ শেষ হলে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়ার'র সাথে  যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দ্রুত সময়ে খুলনায় পৌঁছানো যাবে একই সাথে জমির মূল্যবৃদ্ধি সহ এলাকার অর্থনীতি'র বিকাশ ঘটবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: