![]() |
পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্ত'র উদ্বোধন করায় আনন্দ মিছিল |
স্নেহেন্দু বিকাশ, খুলনার পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করায় প্রধানমন্ত্রী'কে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলা আ'লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা ও পৌর সদরে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। যার নেতৃত্ব দেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য,গত ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে পাইকগাছার লস্কর-বাইনতলা খেয়াঘাস্থ কড়ুলিয়া নদীর উপর ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্যের সেতু'র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেণ।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাগেছে, পাইকগাছা-কয়রা উপজেলার সাথে সড়ক যোগাযোগ উন্নয়নে লস্কর-বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্য ও ৯.৮ মিঃ প্রশস্ত সেতু' নির্মিত হবে। যার চুক্তিমূল্য ১শত ২০ কোটি টাকা। এনডিই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২১-৯-২৩ থেকে ২০-৯-২৬ সালের মধ্যে এ সেতু'র কাজ সম্পন্ন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, এলজিইডি কর্তৃক নির্মিত সেতুর নদীর মাঝখানে ২৪৬ ফুটের দৈর্ঘ্য শুধুমাত্র ১টি স্টীলের স্প্যান বসানো হবে। এর সাথে সেতু'র দু'পারে আরোও ২৪টি আরসিসি স্প্যান বসানো হবে। এটিই হবে দেশের দ্বিতীয় সৌন্দর্য প্রিয় সেতু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা' সংশ্লিষ্ট মন্ত্রী ও বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর প্রতিকৃজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা-৬ আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি আমাদের সময়'কে জানান, এ সেতুটির নিন্মিত হলে নির্বাচনী এলাকা'র যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে ও দ্রুত সময়ে খুলনায় পৌছানো যাবে এমনকি জমির মূল্যবৃদ্ধিসহ এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।
0 coment rios: