![]() |
শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত |
পাইকগাছা পৌরসভাধীন ৬১নং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্কুল ভবনের ২য় তালায় প্রতিষ্ঠানের সভাপতি ইন্জিনিয়ার মারুফ বিল্লাহ'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মা-বাবা,শিক্ষকসহ বড়দের সম্মান দিতে হবে, মন দিয়ে লেখাপড়া ও সর্বদা সত্য কথা বলার জন্য উপদেশ দেন।প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জগদীশ চন্দ্র রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, উপজেলা সহকারী-ভূমি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,ইউ আর সি ইনেস্টেক্টর ইমান উদ্দিন।
উপস্থিত ছিলেন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা পারভিন,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিলি জিয়াসমিন,টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী,সহকারী শিক্ষক মাখণ লাল সরদার, সাধনা সরদার,শিল্পী পারভীন, শিবপদ সরদার, পাপিয়া সুলতানা,সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী সহ ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: