Wednesday, 19 March 2025

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
www.suprovatpaikgachha.com

পাইকগাছা  প্রতিনিধি,খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ( আল-মদিনা মার্কেট চত্ত্বরে) প্রধান অতিথি হিসেবে বক্তব্যে (ভার্চুয়াল) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির জন্য শান্তি ও কল্যাণ বয়ে আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। 

 তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় ও জিএম মিজানুর রহমান মিজানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতার চর্চা করছেন। যা পাইকগাছা উপজেলাসহ দেশবাসীর কাছে সঠিক সংবাদ পৌঁছে যাচ্ছে। 

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হক, নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব সেলিম রেজা লাকি,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম কিবরিয়া রিপন, মৎস্য আড়তদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

 উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহি,  নির্বাহী সদস্য হাফিজুর রহমান রিন্টু, মোঃ জহুরুল হক, সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল,জি এম আনোয়ারুল ইসলাম,মোঃ মাজহারুল ইসলাম মিথুন,কাজী সোহাগ, মোঃ শফিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Saturday, 15 March 2025

পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন : থানায় মামলা

পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন : থানায় মামলা

পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন : থানায় মামলা
www.suprovatpaikgachha.com

পাইকগাছা প্রতিনিধি, খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে পূর্ব শত্রুতার জের ধরে ইফতার পার্টিকে কেন্দ্র করে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলমসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এছাড়াও প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। 

এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলম (৩৮) বলেন,নিজ বাড়ির সন্নিকটে রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুরে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পার্টি নিয়ে আলোচনা সভা চলছিল। 

এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই মোঃ আজমীর মোড়লের নেতৃত্বে মোঃ মজিদ মিস্ত্রী,মোঃ মিজানুর রহমান মোড়ল,মোঃ নজরুল মোড়ল ও মোঃ হারুন মোড়লসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে অতর্কিত হামলা চালায়।  

এ সময় মোঃ আশরাফুল আলমের চিৎকারে  মোছাঃ মঞ্জুয়ারা, মোছাঃ আরিফা বেগম, রবিউল সরদার ও আবুল কালাম সরদার এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারধর ও হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও নারীদের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। 

এই ঘটনায় নিরুপায় হয়ে সন্ত্রাসী আজমীর ও তার দলবলের হাত থেকে রক্ষা পেতে থানায় মামলা দায়ের করেন। যার নং ১৬/২৫। এছাড়াও সংবাদ সম্মেলনে মোঃ আশরাফুল আলম সন্ত্রাসী আজমীর বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Friday, 14 March 2025

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের পাশে বিএনপি ও বন্ধুমহল

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের পাশে বিএনপি ও বন্ধুমহল

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের পাশে বিএনপি ও বন্ধুমহল
          www.suprovatpaikgahha.com

পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে ভস্মীভূত দুটি পরিবারের কর্ম সংস্থানের জন্য নগদ অর্থসহ জিনিস পত্র প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপি ও বন্ধুমহল পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কবিরকে একটি ইঞ্জিনভ্যান নগদ ১০ হাজার টাকা ও চায়ের দোকান্দার চৈতন্যকে চা,ভাজা জিনিস পত্র তৈরীর সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক উপস্থিত থেকে  শুক্রবার বিকেলে এসব প্রদান করেন। পৌরসভা মাঠে এসব প্রদান কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম ইমদাদুল হক, সেলিম নেওয়াজ, ইউনুছ মোল্লা,ফয়সাল রাশেদ সনি, ইসরাফিল, কিশোর মন্ডল,জঞ্জেস্বর কার্তিক, হুমায়ুন কবীর,ইলিয়াস হোসেন। বন্ধু মহলের জাহাঙ্গীর আলম পলাশ, আইয়ুব আলী শাহরিয়ার কবীর দীপু,মিরাজুল ইসলাম ও মাসুদ রানা। উল্লেখ্য গত মঙ্গলবার পৌর সদরে চায়ের দোকানৃদার চৈতন্য ও ভ্যান  চালক কবিবের ভাড়াবাড়ীর ৭ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়।

পাইকগাছায় মসজিদে ইফতারী প্রদানকে  কেন্দ্র করে মারপিটঃ ২ নারীসহ আহত ৩

পাইকগাছায় মসজিদে ইফতারী প্রদানকে কেন্দ্র করে মারপিটঃ ২ নারীসহ আহত ৩

পাইকগাছায় মসজিদে ইফতারী প্রদানকে  কেন্দ্র করে মারপিটঃ ২ নারীসহ আহত ৩

পাইকগাছা উপজেলা প্রতিনিধি,পাইকগাছায় ইফতারী প্রদান উপলক্ষে আয়োজিত  প্রস্তুতি সভায় রাড়লী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির  সাবেক  সাধারণ,তার মা, ও স্ত্রী আহত হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর উত্তর পাড়া মুহাম্মদিয়া জামে মসজিদের সামনে বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাড়ুলী ইউপির ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নজরুল মোড়লের ছেলে আজমীর মোড়ল (৩৮) জানান,মসজিদে শ্রীকন্ঠপুর যুব সংঘের উদ্যেগে ইফতারী প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল। এ সময় প্রতিপক্ষ একই এলাকার আশরাফুল মিস্ত্রী (৩৫)'র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগারদের সহায়তা নিয়ে আজমীরকে মারপিট করে। এসময় তার আজমূরের মর্জিনা বেগম (৫৫),স্ত্রী আছিয়া বেগম ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে। এমনকি আবারও তাদের মারপিট করবে বলে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় হুমকি দিয়েছে। এবিষয়ে প্রতিপক্ষ আশরাফুলরা জানায় তাদেরকেও মারপিট করা হয়েছে।

Wednesday, 12 March 2025

পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি উঠাতে না দেওয়ায় ঘের ও জমির মালিকদের মানববন্ধন

পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি উঠাতে না দেওয়ায় ঘের ও জমির মালিকদের মানববন্ধন

পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি উঠাতে না দেওয়ায় ঘের ও জমির মালিকদের মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি তুলতে না দেয়ায় ৬ হাজার বিঘা জমির দেড়-দু হাজার ঘের ও জমির মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিপক্ষ ইউনুছ মোল্যাদের বিরুদ্ধে বুধবার বেলা ১১ টায় উপজেলার চক বিষ্ণুপুর ঘের সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘের মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা মিথুন। 

এসময় বক্তব্য রাখেন,সাবেক ইউপি মেম্বর লুৎফর রহমান, মকবুল হোসেন,এনামুল হক,উজ্জ্বল  গাজী,আবু তালেব গাইন,ইসরাফিল হোসেন, শাহাবুদ্দিন গাইন,আজবর হোসেন ও সেলিম গাইন। বক্তারা বলেন,প্রতিপক্ষ ইউনুছ মোল্যা ও তার দোষররা তাদের কাছে  ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। না হলে  ঘেরে কোন  পানি উঠবেনা। তারা ১ লাখ টাকা সবার কাছ থেকে তুলে দিয়েছেন। তাতে সে সন্তোষ্ট না হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ মৌজায় পানি সরবরাহের জন্য থাকা স্লুইসগেটের মুখ কপোতাক্ষ নদ খননের সময় আটকা থাকে। 

একারণে দীর্ঘদিন ৩ বছর যাবৎ কোন পানি উঠেনি। ফলে জমি ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে। এবিষয়ে প্রতিপক্ষ ইউনুছ মোল্লা বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। জনগণের স্বার্থে আমি লবণ পানি তুলতে দিচ্ছিনা। টাকা আদায়ের বিষয়টি তিনি সঠিক নয় বলে জানান।

Monday, 10 March 2025

পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে   ভাড়াটিয়া পরিবারগুলো সর্বস্ব হারাল!

পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে ভাড়াটিয়া পরিবারগুলো সর্বস্ব হারাল!

পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে   ভাড়াটিয়া পরিবারগুলো সর্বস্ব হারাল!

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানোর পুর্বে পথচারি জনতা আগুন নিয়ন্ত্রণে আনল। সর্বস্ব হারিয়ে চা বিক্রেতা চৈতন্য পাল ও ভ্যান চালক কবিরসহ ভাড়াটিয়া পরিবারগুলো পথে বসেছে।আগুনে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে।

পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে   ভাড়াটিয়া পরিবারগুলো সর্বস্ব হারাল!

এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কোথাও রাত্রিযাপন করবেন সেই দুঃচিন্তায় সবাই।  সোমাবার বিকেলে পৌরসভা সদরে  উপজেলা আ' লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র ভাড়াটিয়াদের ৮ বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সংশ্লিষ্টরা প্রাথমিক ভাবে ধারনা করছেন, বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। আধা ঘন্টার মধ্যে সব শেষ। পথচারী ও প্রতিবেশিরা পাইপ লাইনে বা বালতি-কলসি নিয়ে জেলা পরিষদের মিষ্টি পুকুর থেকে পানি বহন করে আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে তালা থেকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে পুরোপুরি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে এসে দাড়ায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম শামিম,ওসি মো, সবজেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদসহ ব্যবসায়ীগন।

এদিকে ষোলআনা ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ তাৎক্ষণিক ভাবে খাদ্য আসহায় দিয়ে আসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন।

চিংড়ি চাষে অসামান্য অবদান রেখে চলেছেন তরুণ ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন

চিংড়ি চাষে অসামান্য অবদান রেখে চলেছেন তরুণ ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন

চিংড়ি চাষে অসামান্য অবদান রেখে চলেছেন তরুণ ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন

পাইকগাছা প্রতিনিধি, খুলনার পাইকগাছায় গোলাম কিবরিয়া রিপন একজন সফল চিংড়ী চাষী। স্নাতকোত্তর পাশ করার পর চাকরির পিছে না ছুটে তিনি ব্যবসার প্রতি মনোযোগী হন। বাগদা পোনা বিক্রির মধ্য দিয়ে তিনি তার ব্যাবসায়ী কাজের যাত্রা শুরু করে। এরপর ঝুঁকে পড়ে বাগদা চিংড়ী চাষে। সেখানেও এসেছে তার সফলতা। বর্তমানে কয়রা ও পাইকগাছা উপজেলায় রয়েছে তার প্রায় ২ হাজার বিঘার ৬ টি চিংড়ী ঘের। আর এসব ব্যবসায়ে সফলতা অর্জন করায় তিনি কয়েকবার সরকারী ও বেসরকারীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়েছেন পুরস্কৃত। এছাড়াও এসব ব্যবসার পাশাপাশি তিনি ইতোমধ্যে হয়েছেন অসংখ্য প্রতিষ্ঠানের মালিক। অর্জন করেছেন অনেক খ্যাতি ও সম্মান। 

গোলাম কিবরিয়া রিপন খুলনার বয়রার রায়ের মহলের শেখ নজির উদ্দিন আহমেদের ছেলে। পিতা ছিলেন চাউল আড়তের মালিক। লেখা পড়ায় তিনি ছিলেন মেধাবী ছাত্র। তিনি খুলনা নৌ বাহিনী মাধ্যমিক  স্কুল থেকে ১৯৮৮ সালে এসএসসি, খুলনা বিএল বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি ও স্মাতকোত্তর পাশ করেন। তার সফলতার বিষয়ে জানতে চাইলে, তিনি ঢাকা প্রতিদিনকে জানান, চাকুরি তার পছন্দ ছিলনা। বাবা সফল ব্যবসায়ী  ছিলেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্যবসার দিকে ঝুঁকি পড়েন তিনি। এরপর নেমে পড়েন বাগদার পোনা ব্যবসায়। বর্তমানে নিজ ব্যবসা প্রতিষ্ঠান রয়্যাল ফিস ট্রেডিং ও রয়্যাল কালচার নামে দুটি প্রতিষ্ঠানে কক্সবাজার ও চালনা থেকে বিভিন্ন কোম্পানির বাগদার পোনা বিকিকিনি করেন। এর মধ্যে তার পাইকগাছা ও কয়রা উপজেলায় ১৮'শ বিঘার ৬ টি বাগদা চিংড়ী ঘের রয়েছে। যেখান থেকে প্রতিবছর কোটি কোটি টাকা আয় করছেন তিনি। ২০২৪ সালে ৫ কোটি ২০ লাখ টাকার চিংড়ী উৎপাদন করেন তিনি। প্রতিষ্ঠান গুলোতে স্থায়ী ভাবে ৭৬ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ সম্পদ দান করে বর্তমানে ৫০ বছর বয়সে তিনি দানবীর খ্যাতি অর্জন করেছেন। এদিকে কয়রা ও পাইকগাছা উপজেলায় লবণ পানির চিংড়ী চাষ বন্ধের চক্রান্ত শুরু করেন তৎকালীন সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল। যার বিরুদ্ধে চিংড়ী চাষ অব্যহত রাখার দাবীতে চিংড়ী চাষী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলন গড়ে তোলেন তিনি।